আজ বৃহস্পতিবার, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সেক্রেটারী দেশে ফিরেছেন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সেক্রেটারী এ এইচ ইমরান দেশে ফিরেছেন। মঙ্গলবার সকালে দুবাইর একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরে আসলে তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়। ইমরান গত ১৪ মার্চ ভ্রমনের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাত গেলে ১৯ মার্চ দেশে ফেরার কথা থাকলেও ২০ মার্চ থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ করলে সে আটকা পরেন।
জানা যায়, সাংবাদিক ইমরান ভ্রমন ভিসায় গত ১৪ মার্চ দুবাই যায়। এরপর ২০ মার্চ ফেরার কথা থাকলেও করোনার কারণে ১৯ মার্চ থেকে সকল ফ্লাইট বন্ধ হয়ো যাওয়ায় আটকা পড়েন তিনি। এসময় ইমরান দুবাই বিজনেস বে এলাকার এসকেপ টাওয়ার হোটেলে অবস্থান করেন। একই স্থানে তাকে ৪ মে পর্যন্ত থাকতে হয়। গত ৫ মার্চ মঙ্গলবার ভোরে ঢাকা পৌছান। সাংবাদিক ইমরান জানান, ২০ মার্চ ফ্লাইট বাতিল হওয়ার পর থেকে হোটেলে একা থাকতে হয়েছে। এসময় বেচে থাকার জন্য মানসিক যুদ্ধে লড়াই করেছি। সে এক বড় বিপদ থেকে দেশে ফিরে এসে পরলাম আরেক বিপদে। ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছি হজ্ব ক্যাম্পে। যাই হোক তারপরও শুকরিয়া মহান সৃষ্টার নিকট।
ভ্রমন পিপাসু সাংবাদিক এ এইচ ইমরান সার্কভূক্ত দেশ ভ্রমন ছাড়াও সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়শিয়া, থাইল্যান্ড ও চীন ভ্রমন করেছেন। মাত্র ৪ দিনের ভ্রমনে গিয়ে দেড় মাস থাকতে হয়েছে আরব আমিরাতে। সর্ব শেষ গত সোমবার রাতে দুবাই থেকে বাংলাদেশগামী একটি বিশেষ ফ্লাইটে মঙ্গলবার ভোর রাতে শাহাজালার আন্তর্র্জাতিক বিমান বন্দরে পৌছেন ইমরান। আসার পর সে আশকনা হাজী ক্যাম্পে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন। ইমরান সুষ্ঠুভাবে দেশে ফিরে আসতে পারায় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানিয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।