আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের কমিটি গঠন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুুপুরে সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আহমেদুল কবীর চৌধুরীর সভাপতিত্বে সভা শেষে এ কমিটি গঠন করা হয়। সভায় একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার সৌরভ ইমাম, দৈনিক আমাদের সময়ের স্টাফ রিপোর্টর লুৎফর রহমান কাকন ও ডেইলী স্টারের স্টাফ রিপোর্টার আহসান হাবীব রাসেলক প্রেস ক্লাবের উপদেষ্টা মনোনীত করা হয়।

সভায় হোসেন চিশতী সিপলুকে (দৈনিক যুগান্তর) সভাপতি ও ফরহাদ হোসাইনকে (নিউ নেশন) সাধারণ সম্পাদক করে ৯ সদস বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়। কমিটি’র অন্যান্যরা হলেন সহ-সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন স্বপন (আরটিভি), যুগ্ন সম্পাদক আসাদুজ্জামান নূর (কালের কণ্ঠ), অর্থ সম্পাদক মোঃ আরিফ হোসেন (ভোরের কাগজ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম এ শাহীন (বাংলাদেশ প্রতিদিন), প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ এমরান হোসেন (নয়াদিগন্ত), কার্য নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমেদুল কবীর চৌধুরী (দৈনিক করতোয়া) ও মোস্তফা কামাল নয়ন (সময়ের আলো)।

প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা হলেন- ইমাম হোসেন, বিশাল আহমেদ, মোঃ আরিফ হোসেন, ইসমাইল হোসেন মিলন, কামরুল হাসান ও ইব্রাহিম খাঁন।