আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জ থানার ওসির নেতৃত্বে ফতুল্লার গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার ১৪ বছরের এক কিশোরী ফতুল্লা থানা এলাকায় বৈশাখী মেলায় বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে। ১৪ এপ্রিল সন্ধ্যায় ঐ কিশোরী বৈশাখী মেলা বেড়ানো শেষে ফতুল্লা থানার মাহমুদপুর এলাকায় তার এক বান্ধীর বাড়িতে গিয়ে এ গণধর্ষণের শিকার শিকার হয়। ঘটনাটি সিদ্ধিরগঞ্জ থানায় অবহিত করলে ১৫ এপ্রিল রাতেই সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহীন শাহ পারভেজের নেতৃত্বে পুলিশ গিয়ে আল আমিন নামের গণধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহীন শাহ পারভেজের থানার সানারপাড় এলাকার ঐ কিশোরী বৈশাখী মেলায় বেড়াতে যায়। মেলায় বেড়ানোর শেষে পাশ্ববর্তী
ফতুল্লা থানার মাহমুদ সাদির মিয়ার ভাড়াটিয়া রহিমা আক্তার নামে এক বান্ধীর বাসায় যায়। বান্ধীর বাসা থেকে রাত ৮টার দিকে ঐ কিশোরীর বাড়ির উদ্দেশ্যে বের হয়। এসময় বান্ধবী রহিমা আক্তারের দেবর শরীফ তাকে কৌশলে ৪ তলা বাড়ির ছাদে নিয়ে গিয়ে পালাক্রমে প্রথমে আল আমিন, শরীফ ও তার ভাগিনা বরকত আলী ধর্ষণ করে। ঘটনাটি সিদ্ধিরগঞ্জ থানায় অবহিত করলে ১৫ এপ্রিল রাতেই সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহীন শাহ পারভেজের নেতৃত্বে পুলিশ গিয়ে আল আমিন নামের গণধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করে। এ ঘটনায় ফতুল্লা থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।