সিদ্ধিরগঞ্জে ৫৪ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামীকে আটক করেছে পুলিশ। আটককৃত ওই ব্যক্তির নাম মো. জাহাঙ্গীর আলম।
শনিবার (১২ অক্টোবর) বিকেলে আদমজী ইপিজেড এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশের একটি টিম। তিনি আদমজী ইপিজেডের সুপ্রিম নিটওয়্যার লিমিটেড নামক প্রতিষ্ঠানে মানবসম্পদ বিভাগে কর্মরত আছেন। তার বিরুদ্ধে ৫৪টি মামলাই বাংলাদেশ শ্রম আদালতে দায়ের করা।