আজ শুক্রবার, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

সংবাদচর্চা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। অভিযানে জেলা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করে।
সেলিমুজ্জামান জানান, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অধিক মূল্য নেওয়া, মসলা জাতীয় পণ্যের অতিরিক্ত মূল্য এবং মোড়কজাত পণ্যে মূল্য তালিকা না থাকার জন্য হাজী আহসানুল্লাহ সুপার মার্কেট অবস্থিত শিমরাইল স্টোরকে ৫ হাজার টাকা এবং তানহা মসলা বিতানকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
তিনি আরও জানান, খাদ্যব পণ্য। ভেজাল করা হলে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। ভেজালকারীদের শেকড় সমূলে উৎপাটন করা হবে। সেজন্যক তিনি সবাইকেল সঠিক তথ্যক দিয়ে সহযোগিতার করার আহ্বান জানান।