সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ১৩’শ পিছ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ডিবি। গ্রেফতারকৃত আসামীর নাম হেলাল (২২)। হেলাল চট্টগ্রাম সাতকানিয়া থানার ডিরাগিরি এলাকার মৃত আমির হোসেনের ছেলে।
ডিবির উপ পরিদর্শক (এসআই) টুটুল জানান, মিজমিজি পাগলাবাড়ি এলাকায় অভিযান চলাকালে হেলালকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় তার পেটে ২৬টি প্যাকেটে ৫০ টি করে ১৩’শ পিছ ইয়াবা রয়েছে। পরে তাকে ডিবি অফিসে নিয়ে বাথরুম করালে তার পেট থেলে ইয়াবাগুলো বের হয়।