আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায়

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায়

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় যানবাহনের ধাক্কায় অজ্ঞাত এক যুবক (২৮) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে সাড়ে ৫টায়।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন জানান, শনিবার ভোরে অজ্ঞাতনামা এক যুবক সানারপাড় পিডিকে পেট্টোল পাম্প সংলগ্ন এলাকায় দিয়ে মহাসড়ক পার হচ্ছিল। এ সময় অজ্ঞাতনামা একটি যানবাহন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শনিবার বেলা ৩টায় পর্যন্ত নিহতের কোন পরিচয় সনাক্ত করা যায়নি। তবে পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।