আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে সাংবাদিক খায়রুলের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিক মো. খায়রুল হাসান (৪৪) হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। বুধবার ৭ জুলাই ভোর ৪টার সময় তার মৃত্যু হয়। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে , এক মেয়ে, আত্মীয় স্বজনসহ বহু গুনগাহী রেখে গেছেন।

বুধবার (৭ জুলাই) বাদ জোহর আদমজী কবরস্থান কমপ্লেক্স মসজিদে মরহুমের জানাযার নামাজ শেষে তার দাফন সম্পন্ন হয়। এসময় মরহুমের আত্মীয় স্বজন ও সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীরা অংশগ্রহন করেন। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার পরিবার প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।

উল্লেখ্য মো. খায়রুল হাসান (৪৪) আদমজী হাই স্কুলের ৯৭ ব্যাচের ছাত্র ছিল। সে পরিবার নিয়ে সিদ্ধিরগঞ্জ নাসিক ১নং ওয়ার্ড পাইনাদী নতুন মহল্লা এলাকায় বসবাস করে।