সংবাদচর্চা অনলাইনঃ
সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় শুভ নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ
গ্রেফতারকৃতরা নিহত যুবকের বন্ধু ও পূর্বপরিচিত ছিলো
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইশতিয়াক আশফাক রাসেল জানান, কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে৷
তিনি বলেন, শনিবার রাতে শুভর সাথে তার বন্ধু রিফাতের কোন এক বিষয়ে কথা জগড়া হয়৷ তথন ক্ষিপ্ত হয়ে রিফাতকে চড় মারে শুভ৷ পরে লোকজন নিয়ে এসে শুভকে এলোপাথারী কুপিয়ে জখম করে রিফাতসহ তার বন্ধুরা
প্রসঙ্গত, এক বছর আগে রুনাই থেকে দেশে ফিরে এসেন নিহত শুভ । শনিবার ঈদের রাতে নগরীর পাঠানটুলী বাসস্ট্যান্ড মোড়ে যুবলীগ নেতা শাহজাহানের বাড়ির সামনে কয়েকজন শুবক তাকে রাম দা ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে।
খবর পেয়ে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান স্বজনরা৷ পরে ঢাকা মেডিকেলের পথে মারা যায় শুভ৷
নিহতের পরিবারের দাবি হত্যা কারীরা মাদক সেবী ও মাদক বিক্রতা, যারা এই খুনের সাথে জড়িত তাদের চায় নিহতের বাবা।