আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে শাপলা গেস্ট হাউজে ব়্যাবের অভিযানে কনডমসহ গ্রেফতার ৫

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকার সামাদবানু কমপ্লেক্স নামক শাপলা গেস্ট হাউজে অভিযান চালিয়ে কনডম, লুব্রিকেটিং জেল ও মাদকসহ ৫ ব্যক্তিকে গ্রেফতার করেছে ব়্যাব-১১ এর একটি অভিযানিক দল৷

শুক্রবার (৩ মে) বিকেলে পরিচালিত অভিযানে মো. আবু ছালেক মিয়া (৩৪), মো. শওকত খান (৩০), মো. শফিকুল ইসলাম (৪৫), মো. আবু মুসা সিকদার (১৮) এবং মো. আ. ছাত্তার গাজী (৪৫) নামের ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ২২০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ২৩ হাজার ৭’শ টাকা, প্রায় ১ হাজার পিস কনডম ও ৫০ পিস লুব্রিকেটিং জেল উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, সাইনবোর্ড এলাকায় সামাদবানু কমপ্লেক্সে ৫ম তলায় অবস্থিত শাপলা গেস্ট হাউসে দীর্ঘদিন ধরে আবাসিক হোটেলের অন্তরালে মাদক ব্যবসা, পতিতাবৃত্তি ও অসামাজিক অপকর্ম চলে আসছিল। সকাল থেকে গভীর রাত পর্যন্ত সেখানে মাদক সেবী, যৌন কর্মী ও খদ্দেরদের ভীড় লেগে থাকত। গ্রেফতারকৃত আসামীরা ও শাপলা গেস্ট হাউসের ৫ জন মালিক পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে এই অবৈধ কর্মকান্ড পরিচালনা করে আসছে।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।