স্টাফ রিপোর্টার :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসষ্ট্যান্ড এলাকায় সিটি কর্পোরেশনের ফেলানো ময়লা অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গল বার (৪ সেপ্টেম্বর) সকালে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে নাসিক ৩নং ওয়ার্ডের সানারপাড় এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে অংশ নেন স্থানীয় মানবাধিকার কর্মী মোশতাক আহম্মেদ ভূইয়া, সানারপাড় সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মহি উদ্দিন মোল্লা, জাকির আহম্মেদ ফরাজী, হাজী ইকবাল হোসেন, আঃ কুদ্দুস, শাহাআলী মোল্লা, ইউসূফ আলী, স্বপন ও লুৎফা বেগম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বক্তরা বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার বাসা-বাড়ীর গৃহস্থালী ময়লা-আবর্জনা মহাসড়কের সানারপাড় বাসষ্ট্যান্ড এলাকায় দীর্ঘ দিন ধরে ফেলে আসছে। এতে ঐ এলাকায় মশা-মাছির উপদ্রপ বৃদ্ধি, পরিবেশ দুষণ ও বিভিন্ন রোগে আক্রান্ত্র হচ্ছে এর আশে পাশের জনগণ।
তারা বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় হাজার হাজার লোক বসবাস করায় মানুষের জীবন হুমকির মুখে পড়েছে। অবিলম্বে ময়লা অপসারণ এবং যাহাতে ওই এলাকায় ময়লা ফেলা না হয় এ দাবিতে মানববন্ধন করা হয়।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর (১,২,৩) মাকসুদা মোজাফ্ফর জানান, সানারপাড় এলাকায় যে স্থানে ময়লা ফেলা হচ্ছে এতে আমাদের অনুমতি নেওয়া হয়নি। ময়লা ফেলার কাজে নিয়োজিত স্থানীয় এনজিও ওই স্থানে ময়লা ফেলছে।