আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর নির্দেশনা মোতাবেক রবিবার ১৮ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন জায়গায় লকডাউন কার্যকর ও করোনা সংক্রমণ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোট পরিচালনাকালে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন না করায় ৬টি মামলায় ১৪০০ টাকা জরিমানা করা হয়।

লকডাউনের মধ্যে সরকার ঘোষিত নিয়ম প্রতিপালন না করে সোনাদিয়া মার্কেট, সিদ্ধিরগঞ্জের ছালেহ সুপার মার্কেট, গোদনাইল ধনকুন্ডা এলাকার কিছু কাপড়ের মার্কেট ও ফার্নিচারের মার্কেট খোলা রাখায় তা বন্ধ করে দেওয়া হয়।

তাছাড়া, সোনাদিয়া মার্কেটের যুগ্ম- সাধারন সম্পাদককে দোকান বন্ধ ও স্বাস্থ্যবিধি প্রতিপালন ও লকডাউনের মধ্যে দোকান না খোলার জন্য নির্দেশনা প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল জব্বার।