আজ মঙ্গলবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে মার্কেটের কেয়ারটেকার নিখোঁজ

সিদ্ধিরগঞ্জে মার্কেটের কেয়ারটেকার নিখোঁজ

সিদ্ধিরগঞ্জে মার্কেটের কেয়ারটেকার নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে এক মার্কেটের কেয়ারটেকার নিখোঁজের খবর পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জের নাসিক ২নং ওয়ার্ড এলাকায় এ ঘটনাটি ঘটে। অপহৃত ওই ব্যক্তির নাম আলী আজগর। সে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার মৃত আলী মিয়ার ছেলে। আলী আজগর মিজমিজি রেকমত আলী স্কুল সংলগ্ন আলিফ টাওয়ারের কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে অপহৃত ওই ব্যক্তির স্ত্রি মাহমুদা আক্তার বুধবার দুপুরে সাংবাদিকদের জানায়, মঙ্গলবার (৩সেপ্টেম্বর) বিকেলে খাওয়াদা করে তার স্বামী আলী আজগর বাড়ি থেকে বের হয় কর্মস্থলের উদ্দেশ্যে। এর কিছুক্ষণ পর আমিও তার কর্মস্থলে যাই দেখা করার জন্য। এসময় ওইখানে কর্মরত কয়েজন শ্রমিক আমাকে জানায় আমার স্বামীকে অজ্ঞাত দুজন ব্যক্তি মটর সাইকেলে উঠিয়ে নিয়ে যায়। তখন আমি মনে করেছিলাম হয়তো কোন কাজে কোথাও গিয়েছে। কিন্তু দীর্ঘক্ষণ পরেও ফিরে না আসায় আমি তার ব্যবহৃত মোবাইলে ফোন করি। তখন তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এসময় আমি কয়েকবার চেষ্টা করার পরও তার মোবাইলে যোগাযোগ করতে পারি নাই। তখন মনে করি তাকে হয়তো প্রশাসনের কোন লোক নিয়ে যেতে পারে। এই ভেবে পরে সিদ্ধিরগঞ্জ থানা, নারায়নগঞ্জ ডিবি অফিস, র‌্যাব-১১ এবং ঢাকা সিআইডি অফিসেও খোজ নেই। কিন্তু কোথাও তার কোন খোঁজ পাইনি। বিষয়টি বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ওসি সাহেবকেও অবহিত করি। এসময় তিনি একজন পুলিশ অফিসারকে দায়িত্ব দিয়ে পাঠান ঘটনাস্থলে খোঁজ নেয়ার জন্য। এ বিষয়ে কোন লিখিত অভিযোগ দিয়েছেন কিনা জানতে চাইলে নিখোঁজ আজগর আলীর স্ত্রি জানায়, আমরা থানায় এবিষয়ে একটি সাধারণ ডায়রি করবো।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার টিটু জানায়, সিদ্ধিরগঞ্জের মিজমিজি থেকে এক ব্যাক্তি নিখোঁজের সংবাদ পেয়েছি। নিখোঁজ ওই ব্যক্তির স্ত্রী থানায় এসে বিষয়টি আমাদের জানিয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।