আজ মঙ্গলবার, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে মারামারিতে যুবক নিহত

সিদ্ধিরগঞ্জে কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে  শুভ (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৭ টার দিকে  শিমরাইল উত্তরপাড়া এলাকায় রাস্তার গলিতে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ সময় জুম্মনসহ বেশ কয়েক জন আহত হয়েছে। নিহতের বিষয়টি সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. কামরুল ফারুক । তিনি জানান, দুই পক্ষের মারামারিতে শুভ নিহত হয়েছে। কোনো মামলা হয় নাই। কোনো আসামি গ্রেফতার হয় নাই। আমরা অভিযোগ পেয়েছি। বিস্তারিত পরে জানাব।

নিহত শুভ সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়া এলাকার জাহাঙ্গীরের বাড়ীর ভাড়াটে বাসিন্দা আব্দুর রবের ছেলে। সে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পূর্বপাড়ের সাজেদা হাসপাতাল সংলগ্ন একটি ট্রাকের গ্যারেজে মোটর মেকানিক হিসেবে কাজ করতো ।

পরিবার ও স্থানীয়দের অভিযোগ, মাদক ব্যবসায় বাধা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে জনি ও আনিসসহ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গ্যারেজ থেকে কাজ শেষ করে শুভ বাসায় ফিরছিলেন। পথে শিমরাইল উত্তরপাড়া স্বর্ণকারের বাড়ীর পিছনে গলির রাস্তায় দেখা হয় ইয়াবা ব্যবসায়ী জনি ও আনিসসহ কয়েকজন মাদক ব্যবসায়ীর সাথে। এ সময় শুভর সাথে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শুভর মাথা ফেটে যায়।  এসময় আহত শুভর ডাক চিৎকারে জুম্মন নামে সেখানকার এক যুবক এগিয়ে এসে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলে মাদক ব্যবসায়ীদের সাথে তারও মারামারি হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদেরকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। তবে আহত শুভর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত বলে ঘোষণা করেন।

এছাড়া কিছুদিন আগে জনির শ্যালক আনিসকে শুভ পুলিশে ধরিয়ে দিয়েছে সেই সন্দেহে তাদের মারামারি হয় বলে ধারণা করা হচ্ছে।