আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা ছাত্র হত্যাঃ রিমান্ডে ৩ শিক্ষক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাব্বির হোসেন (১৪) নামে এক মাদ্রাসার ছাত্রকে হত্যার পর মৃত্যু বলে চালিয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩ মাদ্রাসা শিক্ষককে এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।


সোমবার ১৫ই মার্চ সকালে তাদের বিরূদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মিল্টন হোসেন এর আদালত ১ দিনের রিমান্ডের আদেশ দেন।


নিহত সাব্বির হোসেন জেলার রূপগঞ্জ উপজেলার শান্তিনগর এলাকার জামাল হোসেনের ছেলে। সে সিদ্ধিরগঞ্জের রওজাতুল উলুম মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল৷


রিমান্ডে প্রেরণকৃত শিক্ষকরা হলেন- মাদ্রাসার শিক্ষক চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ভাটিরগাঁও গ্রামের মৃত তমসির মিয়ার ছেলে আব্দুল আজিজ (৪২), ময়মনসিংহের পাগলা থানার কাজা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শওকত হোসেন সুমন (২৬) ও একই জেলার ফুলপুরের ইমাদপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে জুবায়ের আহমেদ (২৬)।


বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের এএসআই মো. রোকনুজ্জামান সংবাদচর্চাকে জানান,  আসামীদের বিরূদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠালে বিজ্ঞ আদালত এক দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।


মামলা সূত্রে জানা যায়, আবাসিক মাদরাসায় থেকে পড়ালেখা করতো নিহত সাব্বির হোসেন। ১০ মার্চ বেলা ১১টার দিকে মাদরাসার এক শিক্ষক তার পরিবারকে জানায়, সাব্বির মাদরাসার ছাদে উঠার সিঁড়ির গলায় গামছা দিয়ে আত্মহত্যা করেছে। পরে স্বজনরা মরদেহ নিয়ে রূপগঞ্জে নিজ এলাকায় দাফন করে। দাফনের আগে গোসলের সময় নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পায় স্বজনরা। পরে শুক্রবার অজ্ঞাত আসামি করে নিহতের বাবা একটি হত্যা মামলা দায়ের করেন।


দায়ের করা ওই মামলায় এই ৩ শিক্ষকসহ মাদ্রাসার ছাত্র চাঁদপুরের মতলব দক্ষিণ থানার মধুপুর এলাকার নূরুল ইসলাম মিয়াজির ছেলে শামীম (১৬), ময়মনসিংহ জেলার ফুলপুর থানার ইমাদপুর এলাকার আলাউদ্দিনের ছেলে মাহমুদুল হাসান (১৫), ঢাকার গেন্ডারিয়া থানার শাখারিনগর এলাকার মোজাম্মেল হকের ছেলে আবু তালহা (১৫) ও নারায়ণগঞ্জের বন্দর থানার উত্তর লক্ষণখোলা এলাকার আবুল কালামের ছেলে আবু বক্করকে (১৭) গ্রেপ্তার করেন পুলিশ।