আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে মাদকাসক্ত জাহাঙ্গীরের আত্মহত্যা

ঃ সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলোহলের জের ধরে মাদকাসক্ত জাহাঙ্গীরের আত্মহত্যা করেছে।তার মৃত্যুতে স্ব-জনদের আহজারির থামছে না। গত শনিবার দিবাগত রাতের কোন এক সময় এ আত্মহত্যার ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে।এলাকাবাসী জানায়, চাঁদপুর জেলার কচুয়া থানার নলুয়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে জাহাঙ্গীর হোসেন রুবেল। সে বর্তমানে মিজমিজি বাতানপাড়া এলাকার জালালের বাড়ীতে স্ব-পরিবারে ভাড়ায় বসবাস করে আসছে। পারিবারিক কলোহলের জের ধরে গত শনিবার দিবাগত রাতের কোন এক সময় বাসার কেচিঁ গেইটের সাথে দড়ি দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক বাদশা আলম সঙ্গীয় ফোর্সসহ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে।