আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে ভাসমান দোকানে চাঁদাবাজি

সংবাদচর্চা রিপোর্ট:

ভাসমান দোকান হতে চাঁদাবাজি করার সময় ৩ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃত আসামিরা হলেন নারায়ণগঞ্জের আল-আমিন (২৭) , মিজানুর রহমান মিজান (২৪), সজিব ভুইয়া (২০) ।

শুক্রবার ( ২৫ জুন ) রাত ৮ টায় সিদ্ধিরগঞ্জ থানার নতুনবাজার এলাকায় হাজিবাড়ী রোড মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে চাঁদাবাজির নগদ ১১ হাজার ৮শত ২৫টাকা এবং চাঁদা আদায়ের কাজে ব্যবহƒত ৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ এর এএসপি ( আদমজীনগর, নারায়ণগঞ্জ) মোঃ সম্রাট তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি চাঁদাবাজ চক্র সিদ্ধিরগঞ্জ থানার নতুন বাজার হাজিবাড়ী রোড মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে ভাসমান দোকানের মালিকদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক দোকান প্রতি দৈনিক ২০০/- থেকে ৩০০/- টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।