আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে বিদেশি অস্ত্রসহ আটক ৩

প্রেস বিজ্ঞপ্তি:

সিদ্ধিরগঞ্জে বিদেশি অস্ত্রসহ সমকামী অপহরণকারী চক্রের ০৩ জন সদস্যকে আটক করেছে র‌্যাব-১১। বুধবার(২০ নভেম্বর) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব সদস্যরা তাদের আটক করে। আটককৃতরা হলেন,  মোঃ জসিম উদ্দিন (২৮), মোঃ ইব্রাহিম(২৫) , মোঃ মহিউদ্দিন(১৮)। আটকের পর তাদের তল্লাশি করে ০১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগজিন, ০৩ রাউন্ড পিস্তলের গুলিসহ ০২টি চাপাতি উদ্ধার করা হয়। বিষয়টি র‌্যাব -১১ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার আলেপ উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃতরা সমকামী গ্রুপের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃতরা জানায় যে, তারা ফেসবুকে বিভিন্ন ভুয়া আইডি খুলে ও ফেসবুকে সমকামী গ্রুপ খুলে বিভিন্ন রকম পোস্ট দিয়ে থাকে। উক্ত পোস্ট গুলোতে আকৃষ্ট হয়ে বিভিন্ন বয়সী নারী-পুরুষ বিভিন্ন সময়ে সাড়া দেয়। অতপরঃ সুকৌশলে তাদের নারায়ণগঞ্জে ডেকে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুটে নেয়। পাশাপাশি অস্ত্রের মুখে জিম্মি করে রেখে বিকাশের মাধ্যমে পরিবারের কাছ থেকে অর্থ আদায় করে থাকে। এই অভিনব কৌশল ব্যবহার করার ফলে ভুক্তভোগীরা বেশীরভাগ সময়ে লজ্জায় আইনের আশ্রয় নেয়া থেকে বিরত থাকে। এ কারণে এ সকল ঘটনা প্রায় সময় পর্দার আড়ালে থেকে যায়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায় তাদের এই গ্রুপের মূল হোতা সিদ্ধিরগঞ্জ এলাকার সুফিয়ান নামের এক সন্ত্রাসী। সুফিয়ানকে গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত আছে। দীর্ঘদিন যাবৎ অত্র ব্যাটালিয়নের একটি বিশেষ দল উক্ত গ্রুপের সদস্যদের উপর অনুসন্ধান ও গোয়েন্দা কার্যক্রম চালিয়ে আসছিল। এ সকল সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িতদের ব্যাপারে তথ্য পেয়ে র‌্যাব-১১ এর একটি বিশেষ গোয়েন্দা দল সমকামী গ্রুপের সদস্যদের উপর নজরদারী বাড়ায়।  গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।