আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে বাসের ধাক্কায় চিফ কোম্পানীর এসআর নিহত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জে মঞ্জিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা-মেট্রো ব-১৫-৩০০১) ধাক্কায়  বোম্বে চিফ কারখানার এসআর প্রশান্ত (২৪) নিহত হয়েছে। রাস্তা পারা পারের সময় মঙ্গলবার সকাল ৯ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত প্রশান্ত কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার চিংড়িবাড়ী এলাকার প্রেমা মহন্তর ছেলে।

স্থানীয়রা বাস ও চালক মশিউর রহমানকে(৪৫) আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। আটককৃত চালক ফেনী জেলা সদরের নাসিরাবাদ এলাকার শাহ আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ উপ-পরিদর্শক বাদশা আলম জানান, প্রশান্ত রাস্তা পারা পারের সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।