আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে বন্যপ্রাণী পাচারকারী গ্রেপ্তার

সংবাদচর্চা রিপোর্ট:

সিদ্ধিরগঞ্জে তক্ষকসহ বন্যপ্রাণী পাচারকারী দলের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ । গ্রেফতারকৃত বন্যপ্রাণী পাচারকারীরা হলেন, চাঁদপুরের মোঃ মতি মিয়া (৫০), ঢাকার মোঃ মাকসুদ উল্লাহ (৪০), শেরপুরের মোঃ শাজাহান মিয়া (৩৮)।

গত ৫ জুলাই রসুলবাগ এলাকার বটতলায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ১টি বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ এর এএসপি ( সিপিএসসি , আদমজীনগর) মোঃ সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান একটি সংঘবদ্ধ চক্র বন্যপ্রাণী তক্ষক দেশের বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে বিভিন্ন কৌশলে উচ্চ মূল্যে বিদেশে পাচার করে থাকে। গ্রেফতারকৃতরা আরো জানায় তারা দীর্ঘ দিন যাবত এই তক্ষক পাচার করে আসছিল। বন্যপ্রাণী পাচার বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।