সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের আজিবপুর বাগানবাড়ী এলাকার চিহ্নিত মাদক সম্রাজ্ঞী রোকসানার ছেলে হত্যাসহ একাধিক মামলার আসামী মানিককে (৩০) ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার (৭ নভেম্বর) বিকালে নাসিক ৪নং ওয়ার্ডের আজিবপুর বাগানবাড়ী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম-২ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার দেহ তল্লাশী করে এসব মাদক দ্রব্য উদ্ধার করা হয়। ধৃত মানিক আজিবপুর বাগানবাড়ী এলাকার মৃত আইনুল ও চিহ্নিত মাদক সম্রাজ্ঞী রোকসানার ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মাদক মামলা রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম-২ জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মানিকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দাযের করে বুধবার (৮ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।