আজ শুক্রবার, ১২ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিককে অপহরণ, গ্রেফতার ৫

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রানা ফরাজী (২১) নামে এক পরিবহন শ্রমিককে অপহরণ করে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে আপহরণকারীরা। খবর পেয়ে পুলিশ পাঠানটুলী বাসস্ট্যান্ড সংলগ্ন মোল্লার মটর গ্যারেজে থেকে শনিবার দিবাগত রাতে অপহৃতকে উদ্ধার করে এবং অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে। এ ঘটনায় রোববার দুপুরে অপহৃত শ্রমিক রানা ফরাজী সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানা যায়, রানা ফরাজী প্রতিদিনের ন্যায় শনিবার সকাল সাড়ে ১০ টায় বাসা হতে কাজের উদ্দেশ্যে বের হয়ে পাঠানটুলী বাসস্ট্যান্ডে এসে বাসে উঠে। এ সময় কয়েকজন তাকে জোর পূর্বক বাস থেকে নামিয়ে আনে এবং বাসস্ট্যন্ড সংলগ্ন মোল্লার মটোর গ্যারেজে নিয়া আটক করে মারধর করতে থাকে।
পরে অপহরণকারীরা তার বাবা জালাল ফরাজীর মোবাইলে ফোন করে মুক্তিপণ হিসেবে ২০ হাজার টাকা দাবি করে। বিষয়টি জালাল ফরাজী সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে অবগত করলে শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে রবিন শেখ (২৩), মীর সালাম (৪৫), ইসরাফিল ইসলাম (২৪), ফারুক শেখ’কে (৩২) গ্রেফতার করে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।