আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে নকল তেল বিক্রির দায়ে জরিমানা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জে তীর ব্র্যান্ডের নামে নকল ভোজ্য তেল বিক্রির দায়ে দুই মুদী দোকানের মালিককে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় আদমজী কদমতলী দশ তলা এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। তীর সয়াবিন তেলের কর্মকর্তাদের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে তিনি জানিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন, কৃষি বিপণন প্রতিনিধি মো. সুমন খন্দকার, ক্যাবের প্রতিনিধি অমিতাভ চক্রবর্তী প্রমূখ। এসময় সিদ্ধিরগঞ্জ পুলিশের একটি টিম।
মো. সেলিমুজ্জামান জানান, নির্দিষ্ট অভিযোগ পেয়ে অফিসের নির্দেশনায় আমরা অভিযান পরিচালনা করে নকল তেল পেয়েছি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।