আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে দুই জঙ্গী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জঃ সিদ্ধিরগঞ্জ থেকে সম্রাটট মিয়া (২১) ও শাহাদাৎ হোসেন (২২) নামের দুই জঙ্গীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। এ দু’জন মিরপুরে র‌্যাবের অভিযানে নিহত জঙ্গী আব্দুল্লাহ ’র সহযোগি।  র‌্যাব-১২ এর অতিরিক্ত ডিআইজি সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর জানান, সোমবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ বাড়ি থেকে এই দুইজনকে গ্রেফতার করা হয়। এদের জঙ্গী তৎপরতা সম্পর্কে বিস্তারিত জানতে রিমান্ডের আবেদন করে তাদের মঙ্গলবার বেলা এগারোটায় আদালতে পাঠানো হয়েছে।

গত ৪ অক্টোবর র‌্যাব টাঙ্গাইলের একটি বাড়িতে অভিযান চালিয়ে মাসুদ ও খোকন নামের আপন দুই ভাইকে গ্রেফতার করে। পরে মাসুদের ১৬৪ ধারার স্বিকারোক্তি অনুযায়ী ৬ সেপ্টেম্বর মিরপুরের দারুস সালাম থানার বর্ধমানবাড়ি এলাকার ‘কমলপ্রভা’ নামের একটি বাড়িতে জঙ্গী বিরোধী অভিযান চালায় র‌্যাব। এখান থেকে র‌্যাব বিপুল পরিমান বিস্ফোরক উদ্ধার করে। এ অভিযানে জঙ্গী আব্দুল্লাহ ও তার পরিবারের সদস্যরা সহ সাতজন নিহত হয়।

সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর জানান, টাঙ্গাইলের গ্রেফতার করা জঙ্গী মাসুদের স্বিকারোক্তি থেকে পাওয়া তথ্যানুযায়ী-ই সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে স¤্রাট ও শাহাদাৎকে গ্রেফতার করা হয়েছে।