আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে দুইটি অবৈধ কয়েল কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা:
পরিবেশ নীতিমালা অমান্য করে গড়ে উঠা দুই টি অবৈধ মশার কয়েল তৈরির কারখানা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত। মাটি খনন করে টানা ২২৫ ফিট গ্যাস লাইনের পাইপ জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ মে)  বিকেল সাড়ে ৩ টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাগলাবাড়ী এলাাকায় নারায়ণগঞ্জ তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ অভিযান চালায়।

অভিযানের নেতৃত্ব দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ তিতাস গ্যাস অফিসের ডিজিএম মো: মফিজুর রহমান, প্রকৌশলী শহারিয়ার, আবদুল আজিজ, মো: শরীফ, এনামুল হক ও ইব্রাহীম। অবৈধ কারখানা দুইটির  মালিক কাউসার ও মিরাজ হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম জানান, কারখানা মালিকদের অর্থ জরিমানা করা হয়নি। তবে অবৈধ ভাবে গ্যাস লাইন সংযোগ প্রদান করায় কারখানা মালিকদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী  মামলা দায়ের করার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়েছে।