আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে ত্রাণ পেল হিন্দু সম্প্রদায়

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সিটি কর্পোরেশনের মাধ্যমে আসা ত্রাণ সামগ্রী ৬ষ্ঠ ধাপে নাসিক ১নং ওয়ার্ডে হিন্দু সম্প্রদায়ের ১’শ ৩৫ পরিবারকে প্রদান করেছে কাউন্সিলর হাজী ওমর ফারুক। রোববার (৩ মে) মিজমিজি পূর্বপাড়া এলাকায় পি.এম. মোড়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করে পরিবারগুলোকে এ ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।

কাউন্সিলর ওমর ফারুক বলেন, নিয়মিত আমি আমার ওয়ার্ডের দুস্থ ও অসহায় পরিবারগুলোকে সিটি কর্পোরেশনের মাধ্যমে আসা সরকারী ত্রাণ সামগ্রী প্রদান করছি। পাশাপাশি আমার নিজস্ব তহবিল থেকেও অসহায়দের ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রেখেছি। ‘ইন-শা-আল্লাহ’ আমার ওয়ার্ডের কোন সম্প্রদায়ের মানুষ না খেয়ে কষ্ট করবেন। চলমান বর্তমান দুর্যোগে আমি আমার সাধ্য অনুযায়ী অসহায়দের পাশে থাকার চেষ্টা করবো।

উল্লেখ্য, দেশব্যাপী চলমান সাধারণ ছুটি এবং বিভিন্ন জেলায় লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে দেশের বিশাল জনগোষ্ঠি। এদের খাদ্য নিশ্চিতে সরকারী ও বেসরকারীভাবে খাদ্য সহায়তা চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় নাসিক ১নং ওয়ার্ডে কাউন্সিলর ওমর ফারুক শুরু থেকে সাধারণ মানুষকে ব্যক্তিগতভাবে এবং সরকারী খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন।