আজ মঙ্গলবার, ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে তন্ময় হত্যায় রতন রিমান্ডে

সংবাদচর্চা রিপোর্ট:

সিদ্ধিরগঞ্জে জিদান হোসেন তন্ময় হত্যায় তারই বন্ধু রতনকে রিমান্ডে নিয়েছে আদালত। বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফাহমিদা খাতুনের আদালত ১দিনের রিমান্ডের আদেশ দেন। রতন (৩০) সিদ্ধিরগঞ্জ মিজমিজি তালতলা এলাকার শুক্কুর আলীর ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। তিনি জানান, হাজতী আসামীকে আদালতে উপস্থিত করে ৭দিনের রিমান্ড আবেদন করলে আদালত ১দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জে জিদান হোসেন তন্ময় নামে এক কিশোরকে তারই বন্ধু রতন দুপুরে ডেকে নিয়ে যায়। এরপর পরে রাতে আর বাসায় ফিরেনি তম্ময়। পরদিন ২৭ডিসেম্বর সকালে রতনসহ আরো দুইবন্ধু তম্ময়ের লাশ নিয়ে তার বাবার কাছে বুঝিয়ে দিয়ে বলে বিদুৎপৃষ্ট হয়ে মারা গছে। নিহতের পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রতন সাব্বির ও ইয়াছিন নামে ৩ জনকে আটক করেছে পুলিশ।