নিজস্ব প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এসময় কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল গজারিবন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম জানান, বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল গজারিবন এলাকা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় একাধিক মামলার আসামী সেন্টু মিয়া (৩২), মাহে আলম (২৩) ও নবীর হোসেন (২৪) আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে দেশীয় তৈরী ৩টি ছুড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত সেন্টু আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি, চাঁদাবাজি মামলা রয়েছে। মহাসড়কে বেরিকেড দিয়ে বাসটি থামিয়ে চালক ও যাত্রীদের জিম্মি করে ডাকাতি ও চাঁদাবাজি করতো বলে তিনি জানান।