সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন পালন করা হয়েছে। সিদ্ধিরগঞ্জের হীরাঝিলস্থ হাজী রজ্জবআলী সুপার সার্কেটে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে গতকাল বুধবার বাদ মাগরিব আলোচনা সভা দেয়া মাহফিল শেষে কেক কেটে তারেক জিয়ার জন্ম দিন পালন করে যুবদল নেতাকর্মীরা।
জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল হক রিপন এর সভাপতিত্বে ও সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা মোঃ রাকিবুল দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক একরামুল কবির মামুন, ফতুল্লা থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাদিম হাসান বিটু, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক আহ্বায়ক শাহ আলম হিরা, সোনারগাঁও থানা যুবদলের সাবেক সাংগঠনকি সম্পাদক জিয়াউল ইসলাম চয়ন, জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক গিয়াসউদ্দিন লাভলু, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজুল ইসলাম ও সাইফুদ্দিন প্রধান, ফতুল্লা থানা যুবদলের সাবেক সহ-সভাপতি সাজেদুল ইসলাম সেলিম, ফতুল্লা থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ হানিফ, রূপগঞ্জ থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান ইমন, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ গাজী মনির হোসেন, যুবদল নেতা এনামুল হক মামুন।
সভায় বক্তারা বলেন, কথিপয় বিতর্কিত সিনিয়র নেতাদের কারণে যুবদল দিন দিন দুর্বল হয়ে পড়ছে। যুবদলকে শক্তিশালী করতে হলে যোগ্য নেতৃত্বের প্রয়োজন। সিদ্ধিরগঞ্জ থানা নারায়ণগঞ্জ মহানগরের অধিনস্থ হওয়ায় দলীয় কাজে চরম বিঘœ ঘটছে। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি যেহেতু জেলা বিএনপির অধিনে তাই সিদ্ধিরগঞ্জ থানা যুবদলকেও জেলা বিএনপির অধিনে কাজ করার জোর দাবি জানায় তৃণমূল বক্তারা। কারণ, মহানগর ও জেলা এই দুয়ের দ্বিধা দ্বন্ধে পড়ে যুবদলসহ সকল অঙ্গসংগঠন গুলো দলীয় কাজের প্রতি অনিহা এসে গেছে। তাই অঙ্গসংগঠন গুলো কার অধিনে কাজ করবে সঠিক ভাবে সে সিদ্ধান্ত গ্রহন করার জন্য সিনিয়র নেতাদের প্রতি অনুরোধ করেন বক্তারা। সভায় আরো উপস্থিত ছিলেন,নূরে আলম রানা, জাহাঙ্গীর আলম, নয়ন, আব্দুল মান্নান, আনোয়ার হোসেন, শাসছুদ্দিন শেখ, মোঃ শহিদুল ইসলাম, ওসমান গনি, মোঃ জাহাঙ্গীর হোসেন, মুকবুল হোসেন, মোঃ সোহেল আহামেদ, রুবেল, মানিক, মোঃ জজ মিয়া, রওশন আলী, মোঃ কালু মিয়া, বাবুল, মনির হোসেন, আক্তার হোসেন, মাসুদ রানা, মাসুম প্রধান, সেলিম প্রধান, সুমন, মাসুদুর রহমান, পাপ্পু মিয়া ও হায়দার হোসেন প্রমূখ।