আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে জাতীয় যুব জোটের কর্মী সভা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ

‘যুবকরা লড়বে’ নতুন পৃথিবী গড়বে’ এই স্লোগানকে সামনে রেখে সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ জেলা জাতীয় যুব জোটের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের চিটাগং রোড দি প্যালেস চাইনিজ এন্ড কনভেনশন সেন্টারে এই কর্মী সভার আয়োজন করা হয়।

জাতীয় যুব জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফুল কবির স্বপন, জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুল ইসলাম সুমন, নারায়ণগঞ্জ জেলা জাসদ’র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম ভূইয়া।

সভা শেষে জাতীয় যুব জোট কেন্দ্রীয় সভাপতি মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মিরাজ রহমান সাক্ষরিত ১১ সদস্য বিশিষ্ট জাতীয় যুব জোট নারায়ণগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। তারা হলেন, মো. শরীফ হোসেন, আবরার রহমান মামুন, আনিছ মোল্লা, মো. ইব্রাহিম হোসেন, মো. সাইফুল ইসলাম, মো. সোহেল, মো. মানিক, মো. জাহাঙ্গীর, মো. আরিফ, মো. আনিছুর রহমান, মো. সারোয়ার হোসেন।

সভায় অন্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, জাতীয় যুব জোট বন্দর থানার সভাপতি আবরার রহমান মামুন, সাধারণ সম্পাদক আনিছ মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, মহানগর যুব জোট কমিটির সভাপতি রায়হান মাহফুজ নিতুল প্রমুখ।