আজ রবিবার, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে জনকল্যাণ সমিতির ঈদ উপহার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

দু’দিন পর ঈদুল ফিতর। কিন্তু করোনা ভাইরাসের কারণে অসহায় কর্মহীন মানুষের মাঝে নেই কোনো ঈদের আনন্দ। দীর্ঘ লকডাউনে অনেকেরই অর্থ আহরণের সকল পথ বন্ধ। এ অবস্থায় জনকল্যাণ সমিতির চেয়ারম্যানের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে ১’শ অসহায় মুসলিম পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২’মে) সকাল ১০’টায় সিদ্ধিরগঞ্জ পাইনাদী নতুন মহল্লা এলাকায় জনকল্যাণ সমিতির পক্ষ থেকে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা তাঁতীলীগ একাংশের সভাপতি, জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জসীম উদ্দিন আহমেদ চৌধুরী গণমাধ্যমকে বলেন- ঈদের আনন্দ সমাজের সকলের কাছে পৌঁছে দিতে হবে। অনেক সময় এই আনন্দ থেকে সমাজের গরীব অসহায়রা বাদ পড়ে যায়। তাদেরকেও এই আনন্দের মধ্যে শামিল করা বিত্তবানসহ সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। এই দায়িত্ব পালনের মাধ্যমে সবার মাঝে ঈদের আনন্দ ভাগ করে নিতে হবে। আমাদের মূল উদ্দেশ্যই হলো, ঈদের আনন্দ যেন সবার ঘরে ছড়িয়ে পড়ে। যারা খুব অর্থকষ্টে থাকেন তাদের মুখে সামান্য হলেও যেন হাসি ফোঁটে, এ প্রচেষ্টার অংশ হিসেবেই এই আয়োজন।