আজ শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে খেলাফত মজলিসের খাদ্য সহায়তা বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট

নারায়ণগঞ্জ খেলাফত মজলিসের সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে অসহায়, দরিদ্র ও কর্মহীন প্রায় ৪০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

বিতরণ কার্যক্রমে সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ বলেন, জাতির এই সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের কর্তব্য। সরকার মুখে উন্নয়নের ফিরিস্তি গাইলেও বাস্তবে তাঁর প্রতিফলন নেই। সরকারের উচিত প্রতিটি জনগণের খাদ্যের ব্যবস্হা  খেলাফত মজলিস মানুষের পাশে এগিয়ে এসেছে মানবতার কল্যাণে।

 

বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য মাওলানা আবদুল ওয়াদুদ, থানা সেক্রেটারি ডাক্তার খোরশেদ, সহ-সভাপতি ডাক্তার আবদুল মজিদ, সহ-সম্পাদক মাওলানা অলিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমান, ৭ নং ওয়ার্ড সভাপতি মাওলানা মতিউর রহমান, ৯ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আরিফুল ইসলাম প্রমূখ।