আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার


সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অজ্ঞাত এক ব্যক্তির (৪৩) ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩’রা ডিসেম্বর) বেলা ১১’টায় মৌচাক এলাকায় মহাসড়কের উত্তর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে সকাল সাড়ে ৯’টায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পরে ডিবি, সিআইডি ও পিবিআই এর কর্মকর্তারাও ঘটনাস্থলে আসে। লাশটির চেহারা কুপিয়ে ক্ষত-বিক্ষত করে দিয়েছে দুর্বৃত্তরা। লাশটির পরিচয় পাওয়া যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মশিউর রহমান জানান, ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ঐ অজ্ঞাত ব্যাক্তিটিকে কুপিয়ে হত্যা করেছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ