সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিপন(৩০) ও পিন্টু(৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ১১ টায় গোদনাইল ধনকুন্ডা এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। ধৃত রিপন ওই এলাকার ইসহাক মিয়ার ছেলে আর পিন্টু একই এলাকার তসলিমের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি(অপারেশন) জসিম উদ্দিন ওই দুইজনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।