আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে ইলেকট্রিক শর্টে নিহত ১

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে নষ্ট সিলিং ফ্যান (বৈদ্যুতিক পাখা) ঠিক করতে গিয়ে ইলেকট্রিক শর্টে শাহাদাত হোসেন (৩৫) নামে এক নিহত হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৬টায় নিজ বসত ঘরে এ ঘটনা ঘটে। সে দৈনিক মানব কন্ঠ পত্রিকা অফিসে কর্মরত ছিল বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।

নিহত ঐ ব্যক্তি সিদ্ধিরগঞ্জে রসূলবাগ উত্তরপাড়ায় বিল্লাল হোসেনের বাড়িতে স্ত্রী ও মেয়ে নিয়ে ভাড়া থাকতো। সে চাঁদপুরের হাইমচর থানাধীন নয়ানী লক্ষ্মীপুর গ্রামের মৃত রজ্জব আলীর ছেলে।

শাহাদাত হোসেনের বড় ভাই বলেন, ঘরের ফ্যান নষ্ট হয়ে যাওয়ায় সে (শাহাদাত) নিজেই বিদ্যুতের বোর্ড খুলে ফ্যানের সংযোগ দেওয়ার চেষ্টা করে। এসময় বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সামছুল আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি নিহতের স্বজনরা তাঁর (শাহাদাতের) দাফনের প্রস্তুতি নিয়েছে। আমরা লাশ থানায় নিয়ে এসেছি। নিহতের দুই হাত, বুকের ডান পাশ এবং ঠোঁটে ক্ষত চিহ্ন রয়েছে।