আজ সোমবার, ১০ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে ইউএস বাংলার প্লেন দুর্ঘটনায় নিহত শাহিন ব্যাপারীর দাফন সম্পন্ন

সিদ্ধিরগঞ্জে ইউএস বাংলার

সিদ্ধিরগঞ্জে ইউএস বাংলার

সংবাদচর্চা ডটকম:

নেপালে ইউএস বাংলার প্লেন দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সিদ্ধিরগঞ্জের শাহিন ব্যাপারীর দাফন সম্পন্ন হয়েছে।

নিহতের লাশ তার বাড়িতে  পৌঁছানোর পর গোটা সিদ্ধিরগঞ্জে শোকের ছায়া নেমে আসে। তাঁর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানায়। ৮ বছর বয়সী এক কন্যা সন্তা সুচনা ও স্ত্রী রিমাকে নিয়ে ভাড়ায় বসবাস করতেন নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পুর্বপাড়া মজিববাগ এলাকায়। তার বাবার নাম মৃত শফি উল্লা বেপারী। শাহীন বেপারী ঢাকার সদরঘাটে `করিম এন্ড সন্স` নামে একটি কাপড়ের দোকানে ম্যানেজার হিসেবে কাজ করতেন।

কিন্তু সোমবার বিকেল পৌনে ৫টায় তাকে মৃত ঘোষণা করেন প্লেন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় গঠন করা মেডিকেল বোর্ডের প্রধান ডা. সামন্ত লাল সেন।

স্পন্সরেড আর্টিকেলঃ