সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলের (চিটাগাংরোড) হাজী আহসান উল্যাহ সুপার মার্কেটের ব্যবসায়ী রায়হান উদ্দিন মামুন গত ১৯ আগষ্ট থেকে নিখোঁজ থাকার পর সোমবার (২৭ আগষ্ট) সকালে চট্টগ্রাম থেকে উদ্ধার হয়েছে। খবর পেয়ে তার পরিবারের লোকজন সোমবার রাত ৩টায় তাকে বাসায় নিয়ে আসে। পরে মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জ থানায় উপস্থিত হয়ে ওই ব্যাবসায়ি গণমাধ্যম কর্মীদেরকে তার নিখোঁজের বিষয়ে অবহিত করেন।
ফাইজান ওয়ান ষ্টপ মলের মালিক রায়হান উদ্দিন মামুন (৫১) জানায়, গত ১৯ আগষ্ট সকালে চা খাওয়ার জন্য তার দোকান থেকে বের হলে মুখোশ পরিহিত অজ্ঞাত ৪/৫ ব্যাক্তি তাকে জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়। এর পর থেকে সে আর কিছু বলতে পারবো না। পরে যখন তার জ্ঞান ফিরে পাই তখন ওই ব্যক্তিরা একটি সাদা কাগজে তার স্বাক্ষর রাখে। এর পর আবার অচেতন হয়ে যাই। পরে সোমবার সকালে আবার জ্ঞান ফিরে দেখি আমি একটি পরিত্যাক্ত রেল ষ্টেশনে আছি। পরে সেখান থেকে বের হয়ে বাড়িতে যোগাযোগ করলে পরিবারের লোকজন সোমবার দুপুরে চট্টগ্রাম আসে।
পরে সোমবার রাত আনুমানিক ৩টায় পরিবারের সদস্যদের সাথে বাড়ি ফিরে আসি। পরে মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জ থানায় উপস্থিত গণমাধ্যম কর্মীদের বিস্তারিত জানায় ব্যবসায়ী রায়হান উদ্দিন মামুন। এদিকে পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানায় ব্যবসায়ী রায়হান উদ্দিন মামুন কয়েক মাস আগেও একবার নিখোঁজ হয়ে ছিলো। পরে আবার সে নিজেই বাড়ি ফিরে এসেছে। এছাড়াও রায়হান উদ্দিন মামুন সম্প্রতি অনেক পরিমান টাকা ঋণগ্রস্থ হয়ে পড়েছেন।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার টিটু জানায়, সিদ্ধিরগঞ্জ থেকে নিখোঁজ ব্যবসায়ি রায়হান উদ্দিন মামুন চট্টগ্রামে উদ্ধার হয়েছে। সোমবার সকালে তিনি নিজেই তার পরিবারের সাথে যোগাযোগ করেন। পরে তার পরিবারের লোকজন রাতে তাকে সিদ্ধিরগঞ্জের নিজ বাসায় নিয়ে আসে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম পক্রিয়াধিন রয়েছে।