আজ বৃহস্পতিবার, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জের নাদিরা বোমা ও ইয়াবাসহ গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ছিনতাই, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলার আসামী নাদির ওরফে নাদিরা (৩২) কে একটি চাপাতি, ৫টি ককটেল বোমা ও ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৯ মে) দিবাগত রাত সোয়া ১টায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুকের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) হেমায়েত উদ্দিন (পিপিএম), হুমায়ন কবির ও এএসআই মোমেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল সাজেদা হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাদিরা সিদ্ধিরগঞ্জের মধ্য সানারপাড়া এলাকার শাহাবুদ্দিনের ছেলে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানায়, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে শিমরাইল এলাকা থেকে একটি চাপাতি, ৫টি ককটেল বোমা ও ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ নাদিরাকে গ্রেফতার করা হয়েছে। সে সিদ্ধিরগঞ্জের একজন দূধর্ষ ছিনতাইকারী। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ছিনতাই, ডাকাতি ও মাদকসহ ১১টি মামলা রয়েছে। শনিবার (৩০ মে) দুপুরে তাকে মাদক ও বিস্ফোরক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

এসএমআর