আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিআইপি সম্মাননা পেলেন ওমান প্রবাসী

বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সরকার ২০১৭ সালের জন্য বানিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে (সিআইপি) সম্মাননা পেয়েছেন মোঃ ইলিয়াছ মিয়া। এ ক্যাটাগরিতে সারা বিশ্বে ৪২ জনের মধ্যে তিনি একজন। গত ১৯ ডিসেম্বর রাজধানীর শেরে বাংলা নগড় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ”ঢাকায় আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৯” উপলক্ষ্যে এ সম্মাননা প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, সচিবসহ বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোঃ ইলিয়াছ মিয়া নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার গোয়ালপাড়া গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। বর্তমানে তিনি ওমান প্রবাসী। বহু বছর ধরে পরিবার পরিজন নিয়ে ওমানে বসবাস করছেন এবং সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি সফল ব্যবসায়ী হিসেবে বৈধ ভাবে বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়ে বাংলাদেশের সুনাম অর্জন করায় বাংলাদেশ সরকার তাকে (সিআইপি) নির্বাচিত করেন।

সর্বশেষ সংবাদ