আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সার্কিট খুলে নষ্ট করলে সেবা পাওয়া যাবে না : ডিসি

সংবাদচর্চা অনলাইন:

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসীম উদ্দিন বলেছেন, নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা জেনালে হাসপাতালে আজ যে আইসিইউ স্থাপনের উদ্বোধন করা হলো, এটা রক্ষণাবেক্ষণ জরুরী। আইসিইউ সেবা শুধু চালু করলেই হবে না। এর রক্ষণাবেক্ষণও অনেক জরুরী। কোন একজন দুর্নীতিগ্রস্থ কর্মকর্তা যদি কোন গুরুত্বপূর্ন সার্কিট খুলে রেখে বলে আইসিইউ নষ্ট তাহলে কাঙ্খিত সেবা পাবেনা নারায়ণগঞ্জের মানুষ। কারণ সে অন্য বেসরকারী হাসপাতালের সাথে চুক্তিবদ্ধ।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণঞ্জ খানপুর হাসপাতালে করোনা রোগীদের জন্য আইসিইউ ইউনিট উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, আমরা আশা করবো নারায়ণগঞ্জে কোন হৃদরোগীকে আর ঢাকায় যাবার প্রয়োজন হবে না। এই খানপুর হাসপাতালেই সর্বোচ্চ সেবা পেয়ে যাবেন তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের আবাসিক চিকিৎসক সামসুজ্জোহা সঞ্চয় এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইমতিয়াজ, হাসপাতালের পরিচালক ডাঃ গৌতম রায়, করোনা প্রতিরোধ কমিটির ফোকাল পার্সন ডাঃ জাহেদুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ সংবাদ