আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ৬ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:

রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি,  সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রবিবার ২৫ আগস্ট বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী মোহসীন এ আদেশ দেন।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রূপগঞ্জের স্কুলছাত্র রোমান হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজীর ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন আইনজীবী। শুনানি শেষে বিচারক ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার দিবাগত রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। পরে তাকে নারায়ণগঞ্জের আদালতে তোলা হয়।

প্রসঙ্গত নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের টানা ৪ বারের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।