আজ মঙ্গলবার, ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কঠিন শপথ নিলেন সানি লিওন

সানি লিওন

কঠিন শপথ নিলেন সানি লিওনসানি লিওন

অনলাইন ডেস্ক:

একটি নাম শুনলেই দর্শকদের মনের মধ্যে মোচড় দিয়ে ওঠে ।নামটি তার সানি লিওন ।সানি মানেই যেনো ভিন্ন খবর।সানি লিওন নামের সঙ্গে তার কর্মকাণ্ডের কেমন যেনো এক যোগসূত্র হয়ে গেছে!  ঠিক তাই

এবার দক্ষিনী সিনেমাতে দেখা যাবে সাবেক এই নীল তারকাকে।‘ভিরামাদেবী’ সিনেমার মাধ্যমেই তামিল ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে সানির। সিনেমাটি তামিল, তেলেগু, কান্নাডা, মালয়ালাম এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে।

এবার দক্ষিনী সিনেমাতে দেখা যাবে সানি লিওনকে। ‘ভিরামাদেবী’ ছবির মাধ্যমেই তামিল ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটলো সাবেক এই পর্ন তারকার। সিনেমাটি তামিল, তেলেগু, কান্নাডা, মালয়ালাম এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে

বুধবার চেন্নাইয়ে এই সিনেমার শুটিং শুরু হয়েছে। ভিরামাদেবী’ ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন সানি লিওন। এই সিনেমাটিতে যোদ্ধা রাজকুমারীর চরিত্রে দেখা যাবে সানিকে। সিনেমাটিতে অভিনয় করার জন্য সানি লিওন তলোয়ার চালনা এবং অশ্ব চালনায় প্রশিক্ষণ নিয়েছেন।

গত বুধবার টুইটারে একটি স্থিরচিত্র পোস্ট করেছেন সানি লিওন। সেখানে দেখা যায় হাত দিয়ে ইট ভাঙার চেষ্টা করছেন তিনি। ক্যাপশনে সানী লিখেছেন, আমি শপথ করছি হাত দিয়ে ইটকে টুকরো টুকরো করে ফেলব।