আজ শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সানি লিওনের অবাক কাণ্ড

অনলাইন রিপোর্ট:

সানি লিওনের হাতে পড়ে বাচ্চাদের ডায়পারও শেষে অ্যাডাল্ট হয়ে গেল! বাড়িতে তিন তিনটে বাচ্চা। ফলে, অজস্র ডায়পার।

শুধুই বাচ্চাদের জন্য সেগুলো না রেখে বড়দের উপযোগী করে তুললেন তাকে অভিনেত্রী। সানির ছোঁয়ায় ডায়পার ভোল বদলে হয়ে গেল করোনা মাস্ক।

নিজেই তা দিয়ে মুখ ঢেকে সোশ্যালে ছবি পোস্ট করেছেন। তাঁর দাবি, নরেন্দ্র মোদি তাঁর অনুপ্রেরণা। তিনি যদি প্রধানমন্ত্রী হয়ে গামছাকে মাস্ক বানাতে পারেন তাহলে সানিও ডায়পারকে ব্যবহার করতেই পারেন মাস্ক হিসেবে!

আপাতত শুটিং বন্ধের জেরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সানি লিওন। বাচ্চাদের সঙ্গে খেলার ছলেই বানিয়ে ফেলেছেন করোনা ঠেকানোর হাজারো ঘরোয়া উপকরণ।

সর্বশেষ সংবাদ