আজ মঙ্গলবার, ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাদিপুরে খাদ্য সামগ্রী বিতরণ

করোনায় ক্ষতিগ্রস্থ সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের ছিন্নমুল মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও স্যানিটাইজার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে নয়াপুর বাজারের সম্মেলনের মাঠে বিশিষ্ট শিল্পপতি আলী হোসাইন ও জাকির হোসাইনের ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু প্রধান অতিথি হিসেবে এসব ত্রাণ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- জামপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হুমায়ুন কবির ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা নেকবর হোসেন নাহিদ, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবু হোসেন চৌধুরী লিপন, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুব পারভেজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আলীম, সাংবাদিক হাবিবুর রহমান’সহ সাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।