নিজস্ব প্রতিবেদক:
অপারেশন ডেবিল হান্ট অভিযানে নারায়ণগঞ্জের আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ মার্চ) বিকালে উপজেলার পুরিন্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুয়েল প্রধান আড়াইহাজার থানাধীন সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকার মজিবুর রহমানের ছেলে।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে আড়াইহাজারের পুরিন্দা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ সাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধানকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় একাধিক মামলা রয়েছে। ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন জুয়েল।