
জোবাইর বিন জিহাদী, সাতকানিয়া: সাতকানিয়া থানাস্থ কাঞ্চনা ইউনিয়নের বাকের আলী মুন্সী নামক মসজিদ নির্মাণের জন্য নগদ ৫০ হাজার টাকা প্রদান করলেন রাজনীতিক ও সমাজসেবিকা শাহীন আক্তার শানু।
আজ ৩০শে সেপ্টেম্বর রোজ শনিবার মসজিদ হতে ১০-১৫ গজ দূরে স্টেশনের সামনে অত্র এলাকার মেম্বার ও মসজিদ কমিটির সভাপতি শহীদুল হক এবং অর্থ সম্পাদক সরওয়ার এর হাতে এই টাকা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আবু শরীফ, কামরুল ও বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল মালেকসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ।
সিএনজির স্টেশন ও বাজারের নিকটবর্তী ও এলাকার মসজিদ হওয়ায় মসজিদটির গুরুত্ব অনেক বেশী।
বিগত প্রায় ১ বছর পূর্বে মসজিদটি পুনরায় নির্মাণের উদেশ্যে ভেঙ্গে ফেলা হয়। এবং নির্মাণের জন্য ঘর প্রতি ৫ হাজার করে ২ লক্ষ ২০ হাজার টাকা চাঁদা তোলা হয়। কিন্তু মসজিদটি টিন দ্বারা তৈরী করার মধ্যেই শেষ হয়ে যায়।

