আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাজেদা চৌধুরীর কফিনে মন্ত্রী গাজীর শ্রদ্ধা

সংবাদচর্চা রিপোর্ট:

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের উপনেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দা সাজেদা চৌধুরীর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
সোমবার (১২সেপ্টেম্বর) বিকাল ৩টায় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে মরহুমার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী। এর আগে বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, সৈয়দা সাজেদা চৌধুরীর অবদান ভুলবার নয়। তার মতো নেতা আমরা আর পাবো না। তিনি এ দেশের গণতন্ত্রের জন্য আজীবন লড়াই সংগ্রাম করেছেন। পচাত্তরের পর তিনি আওয়ামীলীগকে তিনি সুসংগঠিত করেছিলেন। তিনি দেশের মানুষের জন্য আজীবন কাজ করে গেছেন। তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের হৃদয়ে থাকবেন। আমি তার আত্মার শান্তি কামনা করছি।