আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাও পাওলোতে আলভেস

দেশের ক্লাবে ফিরলেন অভিজ্ঞ ব্রাজিলিয়ান রাইট-ব্যাক দানি আলভেস। ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত সাও পাওলোর সঙ্গে চুক্তি করলেন তিনি।

ব্রাজিল তারকার সঙ্গে চুক্তির খবর নিশ্চিত কারেছে সাও পাউলো। বৃহস্পতিবার এক ঘোষণায় ক্লাব প্রেসিডেন্ট কার্লোস অগাস্ত দে বারোস ই সিলভা জানান, ‘সাও পাওলোর ভালোর জন্য ম্যানেজমেন্ট যেমনটা চায়, দানি আলভেস ঠিক তেমনই। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় খেলোয়াড় সে এবং দারুণ পেশাদারিত্ব, দৃঢ়তা এবং শিরোপা ও জয়ের প্রবল আকাঙ্ক্ষা তার মধ্যে।’

৩৬ বছর বয়সী তারকা ডিফেন্ডার প্রথম ইউরোপ যান ২০০২ সালে, বাহিয়া থেকে সেভিয়াতে। ১৭ বছর পর আবার নিজ দেশের ফুটবলে ফিরছেন আলভেস। পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি শেষে ফ্রি এজেন্ট হিসেবে সাও পাওলোতে যোগ দিলেন তিনি।

সাবেক ক্লাব বার্সেলোনা ও প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর নজরে ছিলেন আলভেস। কিন্তু ২০২২ সালের কাতার বিশ্বকাপ সামনে রেখে ঘরে ফিরলেন তিনি। গত জুলাইয়ে দেশের মাটিতে ব্রাজিলকে কোপা আমেরিকা জয়ে নেতৃত্ব দেন আলভেস, সব মিলিয়ে তার ক্যারিয়ারে যুক্ত হয় ৪০টি শিরোপা।

আলভেসের দলবদলের ঘোষণা সাও পাওলো দেয় তাদের টুইটার অ্যাকাউন্টে। এক ভিডিও বার্তায় সাবেক বার্সা ডিফেন্ডার বলেছেন, ‘খেলার জন্য আমি যে কোনও দলকে বেছে নিতে পারতাম। কিন্তু আমি ব্রাজিলে ফিরতে চেয়েছি, নিজের দেশে, আমার মানুষদের কাছে। যে ক্লাবকে আমি ভালোবাসি। এটা অনেকটা স্বপ্নের মতো, কিন্তু আমি এখানে।’ সাও পাওলো টুইটার অ্যাকাউন্টে নিশ্চিত করেছে, নতুন ক্লাবে ১০ নম্বর জার্সি পরতে যাচ্ছেন অভিজ্ঞ এই খেলোয়াড়।