নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ জেলার সকল সাংবাদিকদের জন্য ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রির ব্যবস্থা করেছে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন। প্রথমবারের মত এমন উদ্যোগ সাড়া ফেলেছে জেলার সকল স্তরের সাংবাদিকদের মাঝে।
মঙ্গলবার (১২ মে) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের চাষাড়ায় অবস্থিত নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ের সামনে এ ব্যবস্থা করা হয়েছে। টিসিবি’র পণ্যে থাকবে- চাল, আলু, পেয়াঁজ, তেল ও চিনি।
নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। এসময় তিনি বলেন, টিসিবির পণ্য গ্রহনকালে সকল সাংবাদিকদের অবশ্যই পরিচয়পত্র থাকতে হবে। স্থানীয় পরিচিত সাংবাদিক হলেও যাদের পরিচয়পত্র নেই তাদের বিষয়টি আমরা বিবেচনায় রাখবো।
শুধু মঙ্গলবারেই নয়, ঈদের পূর্বে আরও একদিন টিসিবি’র পক্ষ থেকে সাংবাদিকদের জন্য পণ্য বিক্রি করা হবে বলে জানান আব্দুস সালাম। এতে করে সাংবাদিকরা সহজেই ভিড় এড়িয়ে নিজেদের পণ্য ক্রয় করতে পারবেন।
এসএএইচ