সাঁথিয়া-বেড়ায় প্রকাশ্য চলছে মাদকের রমরমা ব্যবসা
সাঁথিয়া-বেড়া(পাবনা) প্রতিনিধিঃ প্রকাশ্য দিবালোকে চলছে সাঁথিয়া-বেড়া উপজেলায় জীবন বিরোধী মাদকের রমরমা ব্যবসা। এতে করে যেমন কুলসিত হচ্ছে জাতি তেমনি করে ধ্বংস হচ্ছে মানব সমাজ।দুই উপজেলা মিলে রয়েছে ছোট বড় শতাধিক মাদকের স্পট। অবশ্য মাঝে মধ্যে প্রশাসনের পক্ষ থেকে দায়সারা অভিযান চললেও থেমে থাকেনি জীবন খেকো মাদকের রমরমা ব্যবসা, ররং বেড়ে হয়েছে দ্বিগুণ। বেড়া উপজেলার পৌর মহল্লার মৈত্রবাধা গ্রামের স্বপন(গাজা) বড়শিলা গ্রামের আমিন(ইয়াবা-ফেন্সিডল) হাটুরিয়া গ্রামের বাদলের মোড়ের মানিক(ইয়াবা-গাজা)অপরদিকে সাঁথিয়া উপজেলার পাটগাড়ী গ্রামের অন্যতম মাদক ব্যবসায়ী জাকাত মেম্বার (ইয়াবা-ফেন্সিডিল)করমজা ঋষি পাড়ার সোবহান(ইয়াবা-হেরোইন) করমজা মধ্যপাড়ার(কারিগর পাড়া) এলাকার আয়নাল(ইয়াবা-গাজা),মন্জু(গাজা)তলট গ্রামের মুকুল করমজা মল্লিক পাড়ার ইমরুল(ইয়াবা-গাজা),পাভেল(ইয়াবা-গাজা)আমাইকোলা গ্রামের বাবলুর(গাজা)বিরুদ্ধে মাদক পাইকারি ও খুচরা বিক্রয় করার অভিযোগ উঠেছে।এরা সবাই মাদক সম্রাট বলে আখ্যা পেয়েছে। এদের দৌরাত্ব শুরু হয় পাখি ডাকা ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলে এদের কর্মকান্ড। দুই উপজেলায় খোজ নিয়ে দেখা যায়,প্রতিদিনের ন্যায় মাদক সেবনকারী ও খুচরা বিক্রেতারা দুরদুরান্ত থেকে মোটরবাইক,সি,এন,জি,অটোরিকশা নিয়ে মাদক কিনতে আসেন বিভিন্ন বয়সী শ্রেণী পেশার মানুষ।তারা মাদক কিনছেন এবং চলে যাচ্ছেন তাদের নিজ নিজ এলাকায় খুচরা বিক্রয় করার জন্য। এ ব্যপারে সচেতন মহল দাবী জানিয়ে বলেন,দিন দিন যেভাবে ব্যাঙের ছাতার মত জীবন বিধ্যস্ত কারি মাদকের ব্যবসা গড়ে উঠছে তাতে করে আমাদের দেশ-সমাজ সন্তান ও আগামী প্রজন্ম বড় ধরনের হুমকির মুখে পড়বে বলে আশাবাদী। তাই সময়ের কালক্ষেপন না করে সমাজ বিরোধী ব্যবসায়ীদের আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে ভবিষ্যতে যাতে করে সমাজ ও দেশবিরোধী কর্মকান্ডে লিপ্ত হতে না পারে সেজন্য কতৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। খুদ্র ব্যবসায়ী বদিউজ্জামান মিঠু বলেন,মাদক নির্মুলে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের সুদৃষ্টি প্রয়োজন বলে আমি মনে করি।
আরও পড়তে পারেন